নিজস্ব প্রতিনিধি, চকরিয়া:
চকরিয়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে ঋণ প্রদানে ঘুষ নেয়া ও চাওয়ার অভিযোগ করেছেন অসচ্ছল মুক্তিযোদ্ধা মো: ইউসুফ। বিভিন্ন দপ্তরে দেয়া লিখিত অভিযোগটির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করেছেন মুক্তিযোদ্ধা সংসদ চকরিয়া উপজেলা কমান্ডের কমান্ডার হাজী আবু মো: বশিরুল আলম।
উপজেলার হারবাং উত্তর নোনাছড়ি এলাকার মৃত লাল মিয়ার ছেলে অসচ্ছল মুক্তিযোদ্ধা মো: ইউসুফ লিখিত অভিযোগে দাবী করেছেন, ইতিপূর্বে বিআরডিবি কার্যালয় থেকে তিনদফা ঋণ নিলেও সার্ভিস চার্জসহ সমুদয় টাকা পরিশোধ করেছেন। পরিবারে ভরণ-পোষণে টান পড়লে ক্ষুদ্র ব্যবসা করতে ফের ঋণ পেতে আবেদন করেন তিনি। কিন্তু উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর কুমার সেন অফিস খরচ অজুহাত দেখিয়ে ৫ হাজার টাকা ঘুষ দাবী করলে তা দিতে না পারায় ঋণ মঞ্জুর হয়নি। একই অভিযোগে দাবী করা হয় আরো তিনজন অসহায় মুক্তিযোদ্ধার কাছ থেকে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা ঘুষ (অফিসিয়াল খরচ) নিয়ে ঋণ দিয়েছেন।
উল্লেখ্য উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও মহিলা উন্নয়ন কর্মসূচী প্রকল্পের হিসাব রক্ষক নাসির উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন সমবায় সিমিতির ম্যানেজার/সভাপতি ও প্রতিনিধিদের প্রশিক্ষণ কর্মসুচীর ভুয়া মাস্টার রুল ও বিল ভাউচার সৃজন করে টাকা আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে উর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করছেন।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর কুমার সেন বলেন, ঘুষ চাওয়া ও নেওয়ার দাবী ভিত্তিহীন ও মিথ্যা। উদ্দেশ্য প্রনোদিতভাবে আমার বিরুদ্ধে এসব অভিযোগ সাজানো অভিযোগ উত্থাপন করা হচ্ছে।
You must be logged in to post a comment.