নিজস্ব প্রতিনিধি,চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় সনাক ও টিআইবি’র উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর শনিবার বিকালে সনাক কার্যালয়ে সনাতের সভাপতি আলহাজ্ব ফরিদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এ মতবিনিময় সভা হয়। এতে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। দুর্নীতিবিরোধী কার্যক্রমকে ফলপ্রসূভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সনাক সভাপতি উপস্থিত সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, দুর্নীতির রাহুগ্রাস থেকে চকরিয়াবাসীকে মুক্ত করতে হবে। এক্ষেত্রে সবাইকে দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন, এদেশ আমাদের, একে দুর্নীতিমুক্ত করার দায়িত্ব আমাদেরই। তাই সনাক-টিআইবি’র দুর্নীতিবিরোধী কার্যক্রমে সর্বশ্রেণীর মানুষের অংশগ্রহণের ভিত্তিত্বে সামাজিক আন্দোলনকে দুর্নীতির বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে। এক্ষেত্রে উপস্থিত সাংবাদিকবৃন্দ চকরিয়ায় দুর্নীতিবিরোধী আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একাত্বতা প্রকাশ করেন। তারা বলেন, সকলের সমন্বিত প্রচেষ্ঠার মাধ্যমে দুর্নীতিকে প্রতিহত করা সম্ভব। কিছু কিছু প্রতিষ্ঠানের দুর্নীতির চিত্র তুলে ধরে সাংবাদিকগণ উদ্বেগ প্রকাশ করে বলেন এভাবে যদি দুর্নীতি চলতে থাকে তবে এদেশের সামগ্রিক উন্নতি মুখ তুবড়ে পড়বে। তাই এদেশের মানুষের কল্যানের নিমিত্তে দুর্নীতির বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে। উক্ত অনুষ্ঠানে চকরিয়ায় দায়িত্বরত সকল সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
You must be logged in to post a comment.