“সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও দি হাঙ্গার প্রজেক্টের যৌথ উদ্যোগে কক্সবাজারের চকরিয়ায় আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে।
শনিবার সকাল ১০ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চিরিংগা স্টেশনে অহিংস দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও শান্তি পদযাত্রা অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও শান্তি পদযাত্রায় অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় নেতা হাজী বশিরুল আলম, চকরিয়া পৌর আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক মোঃ আবু তাহের সিকদার, চকরিয়া বার কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুল কবিরসহ সাংবাদিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
You must log in to post a comment.