নিজস্ব প্রতিনিধি, টেকনাফ:
কক্সবাজার জেলার সীমান্ত উপজেলা টেকনাফের হোয়াইক্যং বজ্রপাতে ১জন নিহত হয়েছে বলে জানা গেছে। ৪ অক্টোবর দুপুর আড়াইটায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং বাজারের পাশে এঘটনা ঘটে। নিহত ব্যক্তি হোয়াইক্যং বিজিবি ক্যাম্প সংলগ্ন উত্তরপাড়া গ্রামের বাসিন্দা মৃত ওয়াজেদ বলীর পুত্র ছৈয়দ আহমদ প্রকাশ বাড়িয়া (৭৫)। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সামিউর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান- গুড়ি গুড়ি বৃষ্টির সময় ছৈয়দ আহমদ প্রকাশ বাড়িয়া হোয়াইক্যং বাজার থেকে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। বাংলালিংক টাওয়ারের সামান্য উত্তরে পৌঁছলে এসময় প্রচন্ড শব্দে বজ্রপাতে ছৈয়দ আহমদ প্রকাশ বাড়িয়া (৭৫) ঘটনাস্থলে মারা যান। বজ্রপাতের আঘাতে তাঁর চুল-দাড়ি পুড়ে গেছে।
স্থানীয় সংবাদকর্মী জাহাঙ্গীর আলম জানান- হঠাৎ করে প্রচন্ড শব্দের বজ্রপাতে অনেকের টিভি-ফ্রিজসহ বৈদ্যুতিক সামগ্রী নষ্ট হয়ে গেছে। বজ্রপাতে নিহত ছৈয়দ আহমদ প্রকাশ বাড়িয়া বিখ্যাত বলি ফরিদের পিতা। নিহত বাড়িয়া’র ৩ ছেলে ও ৩ মেয়ে রয়েছে।
You must be logged in to post a comment.