Home / প্রচ্ছদ / চকরিয়ায় ২ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন

চকরিয়ায় ২ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন

চকরিয়ায় ২ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন

চকরিয়ায় ২ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া:

“সুখী স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নেই” প্রতিপাদ্য এবং “সমৃদ্ধির সোনালী দিন, আনতে হলে আয়কর দিন” স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় শুরু হয়েছে ২দিন ব্যাপী আয়কর মেলা। কর অঞ্চল-৪ চট্টগ্রাম আয়োজিত চকরিয়া অফিসের উদ্যোগে পৌরশহরের ফুলতলাস্থ দি কিং অব চকরিয়া ক্লাব মিলনায়তনে ২দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ।

বুধবার ১৬ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আহাম্মদ হোসেন ভূইয়া। মেলায় ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মুজিবুর রহমান ও আবু বক্কর।

দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর অঞ্চল-৪ চট্টগ্রামের অতিরিক্ত কর কমিশনার মুহাম্মদ মফিজ উল্লাহ। এসময় স্থানীয় ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

Share

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

%d bloggers like this: