‘দিনবদলের বাংলাদেশ ফলে বুক্ষে ভরবো দেশ’ এ প্রতিপাদ্যকে ধারন করে আগামী ৫ সেপ্টেম্বর শনিবার থেকে চকরিয়ায় শুরু হচ্ছে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা। পুরাতন বিজয় মঞ্চ প্রাঙ্গনে অনুষ্ঠিতব্য মেলা চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিবছরের ন্যায় এবছরও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চকরিয়া উপজেলার উদ্যোগে অনুষ্ঠিত হবে এ মেলা। শনিবার আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন ঘোষণা করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম। সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: আতিকউল্লাহ।
মেলার আয়োজকরা জানান, শনিবার সকাল ১০টায় র্যালী ও র্যালীউত্তর মেলার উদ্বোধন এবং মেলা পরিদর্শণ করবেন অতিথিরা।
You must be logged in to post a comment.