মুকুল কান্তি দাশ, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় ৪লাখ টাকা মুল্যের ১২৮২পিস ইয়াবাসহ আবু হামজা (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার ভোর রাত আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁশিয়াখালী ঝনঝনি ব্রীজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক হামজা নেত্রকোনা জেলার পূর্বধলা বাদিপটিকা এলাকার মৃত রজব আলীর ছেলে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ ধর জানান, ইয়াবাগুলো কক্সবাজার থেকে চট্টগ্রামে পাচার করছিল। গাড়ীতে উঠার জন্য অপেক্ষা করছিল এমন সংবাদের ভিত্তিতে ফাঁশিয়াখালী এলাকা থেকে থানার এসআই সুজন তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
You must log in to post a comment.