সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়া গ্রামার স্কুলের উদ্যোগে মাতামুহুরী নদীতে নিহত শিক্ষার্থীদের স্মরণে শোক র‌্যালী, আলোচনাসভা ও দোয়া মাহফিল

চকরিয়া গ্রামার স্কুলের উদ্যোগে মাতামুহুরী নদীতে নিহত শিক্ষার্থীদের স্মরণে শোক র‌্যালী, আলোচনাসভা ও দোয়া মাহফিল


মুকুল কান্তি দাশ; চকরিয়া :
সম্প্রতি মাতামুহুরী নদীর চোরাবালিতে আটকে নিহত পাঁচ মেধাবী শিক্ষার্থীদের স্মরণে তাদের শিক্ষা প্রতিষ্টান চকরিয়া গ্রামার স্কুলের উদ্যোগে শোক র‌্যালী, আলোচনাসভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। আজ শনিবার দুপুরে চকরিয়া গ্রামার স্কুল প্রাঙ্গনে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। এর আগে স্কুলের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন দাবি সম্বলিত প্লে-কার্ড হাতে শোক র‌্যালী পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্কুল প্রাঙ্গনে পূর্ব নির্ধারিত আলোচনা সভায় মিলিত হয়।

চকরিয়া গ্রামার স্কুলের পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক রুহুল আমিনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক জাহেদুল ইসলামের সঞ্চলনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: ইলিয়াছ এমপি।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী প্রমুখ।

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- চকরিয়া গ্রামার স্কুলের প্রধান শিক্ষক ও নিহত ছাত্র সাঈদ জাওয়াদ অর্ভির পিতা রফিকুল ইসলাম, নিহত ছাত্র ফারহান বিন শওকতের মাতা হুরে জন্নাত, বিদ্যালয়ের শিক্ষক মো: নুরুল আবচার, বিদ্যালয়ের প্রতিষ্টাতা সভাপতি ও চট্রগ্রাম বন্দর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ চৌধুরী মোহাম্মদ আবদুল হালিম প্রমূখ।

ছাত্র-ছাত্রীদের দাবির প্রেক্ষিতে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, ইতিমধ্যে শিক্ষার্থীদের খেলার জন্য চকরিয়া সরকারী উচ্চ বিদ্যালয় মাঠটি সংস্কারের উদ্দ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের সাঁতার শিখানোর জন্য উপজেলা প্রশাসন ব্যবস্থা নিচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন- মাতামুহুরী নদীতে নিহত দুই ভাই এমশাদ ও মেহেরাবের পিতা আলহাজ্ব আনোয়ার হোছাইন, নিহত ফারহানের পিতা শওকত আলী, নিহত তূর্ণ ভট্টাচার্য্যর মাতা ডলি ভট্টচার্য্য, সাহারবিল আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ রুহুল কুদুচ আনোয়ারী, চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম বুলবুল, চুনতি মহিলা কলেজের অধ্যক্ষ আবু নঈম আজাদ, সনাক চকরিয়া সভাপতি অধ্যাপক একেএম শাহাব উদ্দিন, লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, চকরিয়া কোরক বিদ্যাপীঠ প্রধান শিক্ষক নুরুল আখের, চকরিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক, হাফেজ আমান উল্লাহ, চকরিয়া পৌরসভার নারী কাউন্সিলর রাশেদা বেগম, রেজাউল করিমসহ নিহত শিক্ষার্থীর স্বজন, শিক্ষার্থীসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত ১৪ জুলাই মাতামুহুরী নদীর চোরাবালিতে আটকে চকরিয়া গ্রামার স্কুলের পাঁচ মেধাবী ছাত্র নিখোঁজ হয়। পরে স্থানীয় প্রশাসনের সহায়তায় ফায়ার সার্ভিস, জেলে, ডুবুরী দল ও স্থানীয় জনতার সহায়তায় পাঁচ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগড়ে পাহাড়ি ঢলে বসতবাড়ি নদীগর্ভে বিলীন : পুনর্বাসনের সহযোগিতা কামনা 

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : চলমান বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ঈদগড়ে এবার একাধিক বসতবাড়ি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/