মুকুল কান্তি দাশ, চকরিয়া:
কক্সবাজার জেলার চকরিয়া প্রেসক্লাবের অভিনন্দনপত্র প্রদান অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: মাসুদ আলম বলেন, সংবাদকর্মীরা সমাজের আইডল। মহান পেশা সাংবাদিকতার মাধ্যমে একজন সাংবাদিক একটি বাক্য লেখনির মাধ্যমে পুরো জাতি বা দেশকে যেমন উন্নয়নে শিখরে নিতে পারে তেমনি ক্ষতির কারণও হতে পারে। তাই একটি সংবাদ প্রকাশের আগে বুঝে, শুনে ও পড়ার পর লিখে প্রকাশ করতে হবে। তাতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে কম।
শনিবার সন্ধ্যায় রূপালী মার্কেটস্থ চকরিয়া প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম আর মাহমুদ, চ্যানেল আই ও দৈনিক আমাদের সময়ের স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, প্রেসক্লাবের দাতা সদস্য রতন কুমার সুশীল, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ছাত্র যুব ঐক্য পরিষদ চকরিয়ার আহবায়ক সুধাংশু বিমল সুশীল। প্রেসক্লাবের সাধারন সম্পাদক এএম ওমর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক ছোটন কান্তি নাথ, বিএম হাবিব উল্লাহ, আবদুল মজিদ, এম আলী হোসেন, এম মনছুর আলম।
উপস্থিত ছিলেন, ক্লাবের সহসভাপতি জহিরুল আলম সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম খোকন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, এ.কে.এম বেলাল উদ্দিন, ক্রীড়া সম্পাদক জামাল হোছাইন, প্রবীণ সাংবাদিক রফিক আহমদ, চকরিয়া নিউজ ডটকম’র সম্পাদক জহিরুল ইসলাম, নির্বাহী সদস্য মুহাম্মদ জিয়াউদ্দীন ফারুক, শাহজালাল শাহেদ, এস.এম হান্নান শাহ, মনজুর আলম, জমির হোছাইন, নুরুদ্দোজা জনি প্রমুখ।
এ সময় অনুষ্ঠানে দাতা সদস্য বিশিষ্ট সমাজ সেবক রতন কুমার সুশীলের হাতে অভিনন্দনপত্র হস্তান্তর করেন এএসপি মো: মাসুদ আলম।
Home / প্রচ্ছদ / চকরিয়া প্রেসক্লাবের অভিনন্দনপত্র প্রদান অনুষ্ঠানে এএসপি- “জাতি ও দেশের উন্নয়নে সংবাদকর্মীদের লেখনি অগ্রণী ভূমিকা রাখে”
You must be logged in to post a comment.