নিজস্ব প্রতিনিধি, চকরিয়া:
আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি: নং বাংলাদেশ ৭২৬ এর অর্ন্তভুক্ত চকরিয়া লামা আলিকদম রোড কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ৩০আগষ্ট চকরিয়া শহিদ আবদুল হামিদ পৌর বাসটার্মিনালে অনুষ্ঠিত হয়েছে। গোপন ব্যালেটে অনুষ্ঠিত নির্বাচনে ১২টি পদে মোট ২৯জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহণ শেষে রাত ৮টায় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা বিজয়ী প্রার্থী,সমর্থক ও ভোটার সহ সহস্রাধিক উত্সুক জনতার মূহমূহ করতালি ও শ্লোগানের মধ্যে বিজয়ীদের নাম ঘোষণা করেন।
নির্বাচনে রফিক আহমদ সভাপতি (প্রতীক গোলাপফুল), আনোয়ার হোসেন সহ-সভাপতি (প্রতিক আম), মো: রফিক উদ্দিন সম্পাদক (প্রতিক হারিকেন), আবদু সালাম সহ সম্পাদক (প্রতিক হরিণ), মোজাম্মেল হক সাংগঠনিক সম্পাদক (প্রতিক রিকসা), মো: শাহজাহান প্রচার সম্পাদক (প্রতিক মই), বেলাল উদ্দিন কোষাধ্যক্ষ (প্রতিক কলসি) ও ৫টি সদস্য পদে আহমদ উল্লাহ (প্রতিক চশমা), মোহাম্মদ মুছা (প্রতিক খেজুরগাছ) জাফর আলম (প্রতিক প্লাস), সোনা মিয়া (প্রতিক স্ক্রু ড্রাইভার) ও মো: রায়হান উদ্দিন (প্রতিক টেবিল ফ্যান) নির্বাচিত হয়েছেন। কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কামাল আজাদের তত্ত্বাবধানে ৭সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচন অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন।
স্থানীয় জন-প্রতিনিধি সহ পুলিশ প্রশাসনের সার্বিক ও প্রশংসনীয় ভূমিকার ফলে উত্সব মুখর আমেজে নির্বাচন অনুষ্ঠিত হয়। আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটি বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন। ৩১আগষ্ট এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উক্ত ফলাফল জানানো হয়।