এম আবু হেনা সাগর, ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার উপকূলীয় ইউনিয়ন চৌফলদন্ডী থেকে এক আসামীকে আটক করেছে পুলিশ।
জানা যায়, ১৭ আগষ্ট সকাল ৯টার দিকে চৌফলদন্ডী বাজার এলাকা থেকে চৌফলদন্ডী পুলিশ ক্যাম্পের সুবেদার আবুল হাশেমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চৌফলদন্ডী ইউনিয়নের মাইজপাড়া এলাকার মৃত মোজাহের আহমদের পুত্র আবদুল কাদেরকে আটক করে। আটক পরবর্তীতে তাকে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করা হয়েছে বলে জানা যায়।
এ ব্যাপারে চৌফলদন্ডী পুলিশ ক্যাম্পের সুবেদার আবুল হাশেম আজকের কক্সবাজারকে কাদের নামের এক আসামী আটকের সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য যে, জমি-জমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একই এলাকার সিরাজুল হককে মারধরের ঘটনায় ১৪ আগষ্ট আট জনের বিরুদ্ধে সিরাজ বাদী হয়ে মামলা করে। ওই মামলায় আটককৃত ব্যক্তি ৬নং আসামী বলে বিশ্বস্থ সূত্রে প্রকাশ।
You must be logged in to post a comment.