সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ছোটপর্দায় ‘অভিষেক’ অ্যাশের

ছোটপর্দায় ‘অভিষেক’ অ্যাশের

aishwarya-raiমা হতে বিদায় জানিয়েছিলেন গ্ল্যামার দুনিয়াকে। কিন্তু ঘরকন্যে সামলে তিনি আবার ক্যামেরার সমনে হাজির। ‘জজবা’ দিয়ে এন্ট্রি নিচ্ছেন বড়পর্দায়। তবে এখানেই থেমে থাকতে হয়নি। এবার ড্রয়িংরুমেও আসছেন বচ্চন বধূ।

‘জাজবা’-এর প্রচারে এসে অ্যাশ জানালেন, খুব শিগগিরই একটি টিভি রিয়্যালিটি শো-তে দেখা যাবে তাকে।

শো এর নাম এবং কোন চ্যানেল বা জানানি। আর তা কবে থেকে শুরু হবে এ ব্যাপারেও মুখ খোলেননি এই বিশ্বসুন্দরী। শুধু বলেছেন, একটা ডান্স (নাচ) প্রোগ্রামে দেখা যাবে তাকে।

‘জাজবা’ দিয়ে বলিউডে কামব্যাক ইনিংস শুরু করেছেন বচ্চন বধূ। প্রথম ছবি মুক্তির আগেই, তার ঝুলি উপচে পড়ছে সিনেমার অফার। পাকিস্তানের জেলে ফাঁসি হওয়া ভারতীয় বন্দি, সর্বজিৎ সিংহের জীবন নিয়ে ‘বায়োপিক’ তৈরি করেছেন পরিচালক উমাঙ্গ কুমার। যেখানে সর্বজিতের বোন দলবীর কৌরের ভূমিকায় অভিনয় করবেন ঐশ্বর্য।

সঞ্জয় গুপ্তার অ্যাকশন-ড্রামা ‘জাজবা’-য় এক আইনজীবীর ভূমিকায় দেখা যাবে তাকে। ইরফান খান, শাবনা আজমি এবং জ্যাকি শ্রফের মতো তারকাও এই সিনেমায় অভিনয় করছেন। আগামী ৯ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে।

– গ্লোববিডিডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/