অখিল বিশ্বপতি ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি স্মরণে শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব সফলভাবে উদযাপন করতে কক্সবাজার জেলা প্রশাসনের সাথে জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা প্রথমবারের মতো এক মতবিনিময় সভায় মিলিত হয়েছে। বুধবার সকাল ১১টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কক্সবাজার জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. অনুপম সাহার সাথে মতবিনিময়ে অংশ নেন জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি ও পৌর কাউন্সিলর রাজ বিহারী দাশ, সাধারণ সম্পাদক সুনীল দত্ত, সহ-সভাপতি উদয় শংকর পাল মিঠু, জেলা পুঁজা উদযাপন কমিটির উপদেষ্টা অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী, জেলা পূঁজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবুল শর্মা, কক্সবাজার সদর পূঁজা উদযাপন পরিষদের সভাপতি দীপক দাশ, জেলা রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক দুলাল চক্রবর্তী, চকরিয়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি মুকুল কান্তি দাশ (সাংবাদিক), সাধারণ সম্পাদক নারায়ন কান্তি দাশ, সহ-সভাপতি রনজিত দাশ, রামুর সভাপতি প্রকাশ সিকদার, উখিয়ার সভাপতি স্বপন শর্মা, মহেশখালীর সভাপতি সনজিত পাল, কুতুবদিয়ার সভাপতি বন্ধন দাশ প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল, জেলা পূঁজা উদযাপন পরিষদের নেতা ডা: চন্দন কান্তি দাশ।
মতবিনিময় সভায় জেলা-উপজেলায় র্যালীসহ জন্মাষ্টমী উৎসব চলাকালে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশি সহায়তা ও উৎসব সফল করতে সরকারের পক্ষ থেকে অনুদান প্রদান গুরুত্বরোপ পায়। জন্মাষ্টমী মহোৎসব উদযপান পূর্বে কক্সবাজারে এবারই প্রথম জেলা প্রশাসনের পক্ষ থেকে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
You must be logged in to post a comment.