সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / জাতীয় ক্রীড়া সদর উপজেলা ফাইনাল অনুষ্ঠিত

জাতীয় ক্রীড়া সদর উপজেলা ফাইনাল অনুষ্ঠিত

DSCN1834৪৪ তম জাতীয় মাধ্যমিক স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার সদর উপজেলা ফাইনাল সম্পন্ন হয়েছে। ১৯ আগষ্ট সকাল ১০টা থেকে কক্সবাজার সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন ইভেন্টে সদর উত্তর ও দক্ষিণ জোন চ্যাম্পিয়নদের মাঝে এই ফাইনাল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রথমে উত্তর জোন চ্যাম্পিয়ন ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন বনাম দক্ষিণ জোন চ্যাম্পিয়ন বায়তুশরফ জব্বারিয়া একাডেমির মধ্যকার বালক ও বালিকা কাবাডি প্রতিযোগীতায় একছত্র আধিপত্য বিস্তার করে দুইটিতেই ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন বিশাল ব্যবধানে জব্বারিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অপরদিকে একই মাঠে বালিকা ফুটবলে ঈদগাহ জাহানারা বালিকা উচ্চ বিদ্যালয়ের কাছে আমেনা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় ৪-৩ গোলে পরাজিত হয়।

এছাড়া বালক ফুটবলে তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা ৩-১ গোলে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

বিকাল ৪টার সময় কক্সবাজার সদর উপজেলা ফাইনাল প্রতিযোগিতা সমুহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন, খুরুশকুল হাই স্কুল প্রধান শিক্ষক মোঃ হোসেন, ঈদগাহ জাহানারা প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন।

বক্তারা বলেন আজকে যারা বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আগামিতে তারা সদর উপজেলার প্রতিনিধি হয়ে জেলাতে অংশগ্রহন করে চ্যাম্পিয়ন হয়ে সদরের গৌরব ধরে রাখবে। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শারিরীক শিক্ষার শিক্ষক যথাক্রমে আব্দুল মজিদ খান, আবুল কাশেম, বিপ্লব কান্তি দে, নুরুল আমিন হেলালী, আহমদ কবির, মাঈনুদ্দিন, আবুবক্কর, আব্দুস ছালাম, মোঃ আরিফ, বিশ্ব মিত্র প্রমুখ।

এছাড়া সাঁতার প্রতিযোগীতার বিভিন্ন ইভেন্টে ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারীদেরও পুরস্কৃত করা হয়। খবর

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/