সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / জাতীয় নিরাপদ সড়ক দিবসের র‌্যালী পরবর্তী সমাবেশে বক্তারা- চালক মালিক যাত্রী পথচারী সবাই সচেতন হলে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ হবে

জাতীয় নিরাপদ সড়ক দিবসের র‌্যালী পরবর্তী সমাবেশে বক্তারা- চালক মালিক যাত্রী পথচারী সবাই সচেতন হলে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ হবে

Cox_Save_Road_Pic_02বার্তা পরিবেশক:

কক্সবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবসের র‌্যালী পরবর্তী এক সমাবেশে বক্তারা বলেছেন, চালক ও মালিক থেকে শুরু করে যাত্রী ও পথচারী পর্যন্ত সবার মাঝে সচেতনতা সৃষ্টি করতে পারলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব হবে। ২২ অক্টোবর কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপদ সড়ক চাই (নিসচা) কক্সবাজার জেলা শাখা আয়োজিত সমাবেশে বক্তারা একথা বলেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য খোরশেদ আরা হক। সংগঠনের সভাপতি ও পাক্ষিক মেহেদীর প্রধান সম্পাদক মোঃ জসিম উদ্দীন কিশোরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবদুস সোবহান ও সহকারী পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরা।

সমাবেশের আগে সকালে দিবসের শুরুতেই “চালক-মালিক যাত্রী-পথচারী ভাই ভাই, সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ চাই” স্লোগানে কক্সবাজার প্রেসক্লাব থেকে একটি র‌্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

র‌্যালী ও সমাবেশে কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক সিরাজুল ইসলাম, কক্সবাজারের বিশিষ্ট সাংবাদিক মোঃ নুরুল ইসলাম, ফজলুল কাদের চৌধুরী, ইকরাম চৌধুরী টিপু, মোর্শেদুর রহমান খোকন, জি এ খান, নিসচা কক্সবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোয়াজ্জেম হোসাইন সাকিল, সংগঠনের সহ-সভাপতি আমিরুল ইসলাম দুলু, সহ-সাধারণ সম্পাদক দুলাল দাশ, অর্থ সম্পাদক এস এম ছুরত আলম, দপ্তর সম্পাদক মোঃ নুরুল কবির, প্রচার সম্পাদক ফজল কাদের নূরী, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক নুরুল আমিন, সদস্য এম আর মাহমুদ, মোঃ ইসহাক, ফরিদুল আলম, ছৈয়দ হাসান, সংগীত শিল্পী তালেব মাহমুদ, মোঃ ইসমাইল, রেজাউল করিম, মোঃ সাইদুল হক চৌধুরী, রুবেল সিকদার, মোঃ রফিক উদ্দিন লিটন, শওকত হোসেন বাচ্চু, নুরুল আমিন, এসএম ছুরুত আলম, রফিকুল ইসলাম সোহেল, জয়নাল উদ্দিন, মোঃ খলিল উল্লাহ, রাশিয়া পারভিন ভুইয়া, মিফতাহুল জান্নাত, ওমর ফারুক হিরু, মোহাম্মদ রফিকুল হক, নুরুল হক (নুরু) প্রমুখ বক্তব্য রাখেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/