বিগত ২ দিনে জার্মানিতে ১১ হাজার ৮০০ জনের মতো অভিবাসী পৌঁছেছে। এসব অভিবাসীদের অনেকে অস্ট্রিয়া থেকে আবার অনেকে হাঙ্গেরি থেকে অস্ট্রিয়া হয়ে জার্মানিতে প্রবেশ করেছে। খবর রয়টার্সের।
খবরে বলা হয়, ১৪০টির মতো গাড়ি এবং ভ্যানে চড়ে এসব অভিবাসীরা জার্মানিতে প্রবেশ করে। অনেকে ১৭০ কিলোমিটার পথ পায়ে হেটেও জার্মানিতে প্রবেশ করেছে।
এদিকে শনিবার হাঙ্গেরি থেকে অস্ট্রিয়ায় প্রবেশকালে অভিবাসীদের খাদ্য ও পানি দিয়ে স্বাগত জানায় ভিয়েনা। শিশুদের হাতে খেলনাও দেয়া হয়।
তবে ইউরোপীয় ইউনিয়ন অভিবাসীদের আশ্রয় দানের বিষয়ে দিধা বিভক্ত হয়ে পড়েছে। ইউরোপীয় রাষ্ট্রগুলো এ অভিবাসী সমস্যা কাটিয়ে উঠার জন্য ওই দ্বিবিভক্ত হয়ে পড়েছে।
জার্মানি বলছে, তারা ৮ লক্ষের মতো অভিবাসন প্রত্যাশী এবং শরণার্থীকে দেশটিতে আশ্রয় দেবে। চলতি বছর নাগাদ এসব অভিবাসী ও শরণার্থীদের দেশটিতে আশ্রয় দেয়া হবে।
কিন্তু ইউরোপের অন্যান্য দেশগুলো অভিবাসীদের ইউরোপে প্রবেশ ঠেকানোর দিকে নজর দিতে বলছে।
প্রসঙ্গত, শনিবার ৬ হাজার ৮০০ অভিবাসী জার্মানিতে প্রবেশ করেছে। তাছাড়া রবিবার প্রবেশ করেছে ৫ হাজারের মতো অভিবাসী।
– ব্রেকিংনিউজডটকম.ডেস্ক।
You must log in to post a comment.