নিজস্ব প্রতিনিধি,চকরিয়া:
কক্সবাজারের চকরিয়া থানার ১শ গজের মধ্যে একটি সুপার সপ দোকানে রহস্যময় চুরির ঘটনা ঘটেছে কতিপয় চোর ওই দোকান থেকে নগদসহ অন্তত আড়াই লাখ টাকার মালামাল নিয়ে গেছে। মঙ্গলবার ভোররাত ৩টার দিকে ঘটেছে এঘটনা। এনিয়ে দোকান মালিকের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগে জানা গেছে, থানা রোড সংলগ্ন হাজী রফিক আহমদের ছেলে মো: আরিফুল ইসলামের মালিকানাধীন গারাঙ্গীয়া সুপার সপ নামে একটি দোকান রয়েছে। মঙ্গলবার ভোররাতে দোকানের তালা ভেঙ্গে নগদ ৮২ হাজার টাকা ও ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের মালামাল নিয়ে গেছে বলে অভিযোগে উলেখ করা হয়। কিন্তু ওই দোকান টানা তিনদিন বন্ধের সময় চুরি হয়। এই সময় নগদ বিপুল টাকা ক্যাশে থাকার ঘটনা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে বলে স্থানীয় লোকজনের অভিমত।
You must be logged in to post a comment.