নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদ প্রার্থী ফখরুদ্দিন ফরাজী কাজলের সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতেই সাধারন ভোটার সমাজের উপস্থিত লক্ষ্যনীয়।
৩১শে মার্চ (রবিবার) রাত সাড়ে নয়টার দিকে ইউনিয়নের ফরাজী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত উঠান বৈঠকে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা বক্তব্য রাখেন।
এতে এলাকার তরুন,যুবক ও মুরব্বীসহ বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
কথায় নয, কাজে হবে পরিচয়, জনগণ পাশে থাকলে, নিশ্চিত হবে জয় এ স্লোগানকে সামনে রেখে ২৮ এপ্রিল ইউপি নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে প্রচারণাও চালাচ্ছেন।
ইউনিয়নের সর্বশ্রেণী পেশার মানুষের সুপরিচিত ও জনপ্রিয় একটি নাম দানবীর ও সমাজ সেবক ফখরুদ্দীন ফরাজী কাজল।
এবার জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে ফখরুদ্দিন ফরাজী কাজল কে দেখতে চান আপামর জনতা। প্রার্থীর বিষয়ে ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় চলছেই কানা ঘুষা।
সাধারণ জনতা জানান, দানবীর, সমাজ সেবক ফখরুদ্দীন ফরাজী কাজল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলে পাড়া মহল্লার সার্বিক উন্নয়ন করতে পারবে। শিক্ষা ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন আসবে। মাদক, সন্ত্রাস, দুর্নীতি, জুয়া ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠন বর্তমানের চেয়ে আরো একধাপ এগিয়ে নিতে পারবে।
You must be logged in to post a comment.