এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারে ঈদগাঁও উপজেলার জালালাবাদ ও রশিদনগরে পবিত্র কোরআন শরীফ বিতরণ করলেন ঈদগাঁও ঐক্য পরিবারের নেতৃবৃন্দরা।
২৬ ও ২৭ জানুয়ারী সন্ধ্যায় সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও ঐক্য পরিবারের উদ্যোগে পৃথক পৃথক জালালাবাদ পালাকাটা তালিমুল কোরান হাফিজিয়া হেফজখানা ও রশিদনগরের পানিরছড়া গ্যারেজস্থ হোসাইনিয়া তাজবিদুল কোরান হেফজ ও এতিমখানায় পবিত্র কোরান শরীফ বিতরণ করা হয়। ঈদগাঁও ঐক্য পরিবারের এডমিন রেহেনা নোমান কাজল ও মহিউদ্দিন মাহী উপস্থিতি থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। পবিত্র কোরআন শরীফ হাতে পেয়েই শিক্ষার্থীরা মহাখুশিতে উৎফুল্ল হয়ে পড়েন।
উল্লেখ্য, বিগত বছরে ঐক্য পরিবারের উদ্যোগে ঈদগড়, জোয়ারিয়ানালা, রশিদনগর, জালালাবাদসহ ঈদগাঁওর বিভিন্ন স্থানে অসংখ্য কোরান শরীফ বিতরণ করা হয়েছিল। নতুন বছরের শুরুতে প্রথম বারের মত কোরান বিতরন কার্যক্রমের শুভ সূচনা ঘটেছে।
You must log in to post a comment.