এম আবু হেনা সাগর, ঈদগাঁও :
মা ও শিশু স্বাস্থ্যের ঝুঁকি প্রতিরোধে উত্সাহ ও উদ্দীপনামুখর পরিবেশে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওর সেবামূলক প্রতিষ্ঠান ডায়াবেটিস কেয়ার সেন্টার এন্ড হসপিটালের উদ্যোগে ৮ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে নিয়ে নেগেটিভ রক্ত গ্রুপের মা বাচাই প্রকল্পের “ফ্রি ব্লাড গ্রুপিং প্রোগ্রাম” অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দীনের সভাপতিত্বে ও ডায়াবেটিস কেয়ার সেন্টারের ম্যানেজার আবুবক্কর ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডায়াবেটিস কেয়ার সেন্টার এন্ড হসপিটালের উপদেষ্টা- প্রকল্প আহবায়ক ও ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যাপক ফিরোজ আহমদ।
মূল আলোচনা পেশ করেন ডায়াবেটিস কেয়ার সেন্টার এন্ড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ ইউসুফ আলী, অন্যান্য অতিথিদের উপস্থিত ছিলেন- অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা সাঈদা মমতাজ, সমাজ সেবক ও শিক্ষানুরাগী আবদুর রশিদ, এম. আবুহেনা সাগর, ক্রীড়াবিদ মিজানুর রহমানসহ প্রায় শতাধিক শিক্ষার্থীবৃন্দ। এসময় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বেশ আনন্দমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। প্রকল্পের মেথড- নবম হতে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের মধ্যে সচেতনতা তৈরি করা ও ব্লাড গ্রুপিং প্রোগ্রামের মাধ্যমে নেগেটিভ গ্রুপকে বাছাই করা।
উল্লেখ্য যে, ডায়াবেটিস কেয়ার সেন্টার প্রথমে ২১ আগষ্ট আনুষ্ঠানিকভাবে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ প্রোগ্রামের যাত্রা করে। পরবর্তীতে জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ ব্লাড গ্রুপিং প্রোগ্রাম বেশ সফলতা লাভ করেছে। প্রত্যন্ত গ্রামাঞ্চলের অসহায় রোগীদের মাঝে এ সেবামূলক প্রতিষ্ঠানটি খুব সহজে জনপ্রিয়তা লাভ করতে যাচ্ছে। একের পর এক এ ধরণের মহতী কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বপেশার লোকজন।
You must be logged in to post a comment.