সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / তথ্য ও প্রযুক্তি / জেনপ্যাড ১০ ট্যাবলেট উন্মুক্ত করল আসুস

জেনপ্যাড ১০ ট্যাবলেট উন্মুক্ত করল আসুস

তাইওয়ানে চলমান কম্পিউটেক্স সম্মেলনে নতুন এ ট্যাবলেট উন্মুক্ত করেছে আসুস।

তাইওয়ানে চলমান কম্পিউটেক্স ২০১৭ সম্মেলনে জেনপ্যাড ১০ ট্যাবলেট উন্মোচন করেছে আসুস। ট্যাবলেটটি জেড৩০১এমএফএল এবং জেড৩০১এমএল এই দুটি ভিন্ন মডেলে বাজারে আনবে আসুস।

প্রথম মডেলে ফুল এইচডি ডিসপ্লে বিদ্যমান। দ্বিতীয় মডেলে শুধু এইচডি ডিসপ্লে রাখা হয়েছে। তবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত ট্যাবলেটটির বিক্রয়মূল্য এখনও প্রকাশ করেনি তাইওয়ানভিত্তিক প্রতিষ্ঠানটি।

আসুস জেনপ্যাড ১০ অ্যান্ড্রয়েড ৭.০ ন্যুগাট অপারেটিং সিস্টেমে চলে। এতে ১০.১ ইঞ্চি এলইডি ব্যাকলাইট স্ক্রিনসহ আসুস ট্রু টু লাইফ প্রযুক্তি বিদ্যমান। ট্যাবলেটগুলোতে মিডিয়াটেক এমটি৮৭৩৫ডব্লিউ কোয়াড-কোর প্রসেসর আছে। প্রসেসরে ২ জিবি এবং ৩ জিবি র‌্যাম বিদ্যমান। এতে ৫ মেগাপিক্সেল অটোফোকাস রিয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। তা ছাড়া এটি ১৬ জিবি, ৩২ জিবি এবং ৬৪ জিবি অভ্যন্তরীণ স্টোরেজে বাজারে আসবে। এ ছাড়া ট্যাবলেটটি ১২৮ জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সমর্থন করে।

জেনপ্যাড ১০ ব্লুটুথ ভি৪.১, ওয়াই-ফাই এবং ইউএসবি টাইপ-সি পোর্ট সমর্থন করে। তা ছাড়া এতে ৪৬৮০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসহ দুটি ফ্রন্ট ফেসিং স্পিকার আছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/