সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / জেলাব্যাপী অবিরাম বৃষ্টিপাত : এবার তলিয়ে গেল কক্সবাজার শহর : প্রশাসনের সতর্কতা

জেলাব্যাপী অবিরাম বৃষ্টিপাত : এবার তলিয়ে গেল কক্সবাজার শহর : প্রশাসনের সতর্কতা

Flood (Bazarghata, 10-7-2015)2অজিত কুমার দাশ হিমু :

অবিরাম বৃষ্টি বর্ষণ ও পাহাড়ি ঢলে এবার তলিয়ে গেল কক্সবাজার পৌরশহর। শহরের বাজারঘাটা, রুমালিয়ার ছড়াসহ পানির নীচে তলিয়ে গেছে চৌফলদন্ডী-ঈদগাঁও সংযোগ সড়ক। এতে শতশত দোকানপাট বাড়িঘর এক কোমর পানির নিচে চলে যায়।

বিভিন্ন অফিস ও বাসাবাড়িতে আটকে আছে লোকজন। মালামাল সরানোরও সুযোগ পাচ্ছে না এসব মানুষ।

এতদিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হলেও এবারই প্রথম কক্সবাজারে পৌরশহরে কোমর পরিমাণ পানি। রাতের অবিরাম বর্ষণের ফলে এবার শহরের মানুষজন সকাল হতে তাদের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘর ও ফ্লাটবাড়ির নিচতলায় পানি উঠতে দেখে অবাক হয়ে যান। বিশেষ করে রুমালিয়ার ছড়া ইটখোলা রোড, চৌফলদন্ডী-ঈদগাঁও সংযোগ সড়ক, হাশেমিয়া মাদ্রাসার সামনের এলাকা, আলিরজাহাল ও ঝিলংজার শতশত বাড়িঘর বর্তমানে কোমর পরিমাণ পানিতে নিমজ্জিত। প্রধান সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। উচু এলাকার মানুষজন গিয়ে পানিবন্দীদের উদ্ধারের চেষ্টা করছে। বিদ্যুৎ সংযোগ বন্ধ।

এদিকে জেলা ব্যাপী দুই দিনেরে অবিরাম বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর এ দু’ দিনে কক্সবাজার জেলায় ২৭৭ মিঃ লিঃ বৃষ্টিপাত রেকর্ড করেছে। আবহাওয়া অধিদপ্তরের মতে বৃষ্টিপাতের এ রেকর্ড স্বাভাবিকের চেয়ে বেশী হলেও ভাদ্র মাসে এতো বৃষ্টিপাত অস্বাভাবিক।

এদিকে ভারী বর্ষণে পাহাড় ধসের আশংকায় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসন। জেলা প্রশাসন থেকে জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসের আশংকা করা হচ্ছে। তাই পাহাড়ের পাদদেশে বসবাসকারী লোকজনসহ সংশ্লিষ্টদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্ক থাকতে বলা হয়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/