Home / প্রচ্ছদ / জেলা প্রশাসকের সভা অনুষ্ঠিত : শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সর্বোচ্চ প্রস্তুতি

জেলা প্রশাসকের সভা অনুষ্ঠিত : শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সর্বোচ্চ প্রস্তুতি

জেলা প্রশাসকের সভা অনুষ্ঠিত : শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সর্বোচ্চ প্রস্তুতি

জেলা প্রশাসকের সভা অনুষ্ঠিত : শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সর্বোচ্চ প্রস্তুতি

দীপক শর্মা দীপু, কক্সভিউ:

প্রতিবারের ন্যায় এবারো জেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে। অপ্রীতিকর কোন ঘটনা বা সহিংস ঘটনা বরদাস্ত করা হবে না। র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসার সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন। উৎসব শুরুর আগে থেকে তিন স্তরের নিরাপত্তা বেষ্টনি কাজ করবে। নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে দুর্গোৎসব উদযাপন হবে।

১ অক্টোবর দুর্গাপূজার প্রস্তুতি সভায় জেলা প্রশাসক মোঃ আলী হোসেন উপরোক্ত কথা বলেন।

সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ বিভাগ, জেলা উপজেলা পূজা কমিটির কর্মকর্তা, জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপারের প্রতিনিধি, জেলা আনসার এ্যানজুটেন্ট, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আবদুস সোবহান, কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল, মহেশখালী পৌর মেয়র মকসুদ মিয়া, পৌর আ’লীগের সভাপতি মুজিবুর রহমান, জেলা পূজা কমিটির উপদেষ্টা অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী, অ্যাডভোকেট পীযুষ কান্তি চৌধুরী, সভাপতি অ্যাডভোকেট রণজিত দাশ, সাধারণ সম্পাদক বাবুল শর্মা, কর্মকর্তা উদয় শংকর পাল, সাংবাদিক দীপক শর্মা দীপু, মহেশখালী পূজা কমিটির সভাপতি মাস্টার ব্রজ গোপাল, কুতুবদিয়া পূজা কমিটির সভাপতি অধ্যাপক সমীর, উখিয়া পূজা কমিটির সভাপতি স্বপন শর্মা, শহর পূজা কমিটির সভাপতি ডাঃ চন্দন কান্তি দাশ, রামু পূজা কমিটির যুগ্ম আহবায়ক সুজন শর্মা, চকরিয়া পূজা কমিটির সভাপতি তপন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/