সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / টইটং হাজির বাজারের সিএনজি সমিতির সীরাত মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

টইটং হাজির বাজারের সিএনজি সমিতির সীরাত মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Minar 1 (b)এম.ছগির আহমদ আজগরী; পেকুয়া:

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের হাজির বাজার সিএনজি সমিতির সীরাত মাগফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪অক্টোবর শনিবার সকাল ১১টায় হাজির বাজার সিএনজি সমিতির কার্যালয়ে সংগঠনের সভাপতি মোঃ বেলাল উদ্দিন ড্রাইভারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু ছৈয়দের পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃস্থানীয়রা মতামত ব্যক্ত করেন।

সীরাত মাহফিল প্রস্তুতি বিষয়ে নেয়া সিদ্ধান্তে জানানো হয় যে, আগামী ২৬অক্টোবর সোমবার বাদে জোহর টইটং হাজির বাজারে টইটং হাজির বাজার সিএনজি সমিতির উদ্যোগে এক বিশাল সীরাতুন্নবী (সঃ) মাহফিল অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসাবে তাফসির পেশ করবেন, দক্ষিন চট্টগ্রামের বরেণ্য আলেমে দ্বীন বাঁশখালীর খ্যাতনামা পীরে কামেল আল্লামা ইছহাক হুজুর সাহেব। টইটং মৌলভী বাজার ফারুকিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আহমদ ফারুক আজাদ সাহেবের সভাপতিত্বে নির্ধারিত এ সীরাত মাহফিলে প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ হযরত মাওলানা খাজা মঈনুদ্দিন সিদ্দিকী সাহেব।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, চট্টগ্রামের আলেমে দ্বীন হযরত মাওলানা শরিয়ত উল্লাহ জিহাদী, চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা গ্রামের বানিয়ার চর হামিউস সুন্নাহ মাদ্রাসার প্রধান পরিচালক হযরত মওলানা ক্বারী নুরুচ সুলতান, পেকুয়ার সাবেকগুলদী সরকারীঘোনা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মওলানা হাফেজ কারী মাহাবুবুল করিম আল কাদেরী, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার এশাতুল উলুম মাদ্রাসার প্রধান পরিচালক হযরত মওলানা আবুল কাসেম, টইটং আহলিয়া ইসলামীয়া বালিকা মাদ্রাসার প্রধান পরিচালক হযরত মওলানা মোশতাক আহমদ সাহেব প্রমুখ।

এছাড়া উক্ত সীরাতুন্নবী(সঃ) মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা ও তাফসির পেশ করবেন। আয়োজক টইটং হাজির বাজার সিএনজি সমিতির সদস্যরা উক্ত সীরাতুন্নবী (সঃ) মাহফিলে সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি ও অংশগ্রহন কামনা করেছেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/