সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জেয়ারত ও ফুলেল শ্রদ্ধা জানাল কক্সবাজার সদর যুবলীগ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জেয়ারত ও ফুলেল শ্রদ্ধা জানাল কক্সবাজার সদর যুবলীগ

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জেয়ারত এবং সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন কক্সবাজার সদর উপজেলা যুবলীগের একঝাঁক নেতৃবৃন্দরা।

১২ নভেম্বর ৮০জন নেতাকর্মী নিয়ে কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সভাপতি ইফিতেখার উদ্দিন পুতু ও সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকোর নেতৃত্বে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত শেষে দোয়া মোনাজাত পরবর্তী সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং স্বপ্নের পদ্মা সেতুও পরিদর্শন করা হয়েছে।

এসময় উপজেলা যুবলীগ নেতৃবৃন্দরা, ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যন্য নেতাকর্মীরা অংশ নিয়েছেন। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনামুখর পরিবেশে এ যাত্রা সম্পন্ন হয়েছে। নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে ঢাকার রাজপথ। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করার প্রতিশ্রুতি জানান সকলে।

উল্লেখ্য, এরই পূর্বে ঈদগাঁও ইউনিয়ন আ,লীগের উদ্যোগে অসংখ্য নেতাকর্মীদের বহর নিয়ে সেই টুঙ্গিপাড়ায় গিয়েছিল।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

বোনের বিক্রিত গাছ কাটতে বাঁধা দেয়ায় ভাই আহত, জড়িত সন্দেহে আটক ২

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :বান্দরবানের লামায় বোনের বিক্রি করা গাছ কাটতে ভাই কর্তৃক বাঁধা ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/