এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জেয়ারত এবং সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন কক্সবাজার সদর উপজেলা যুবলীগের একঝাঁক নেতৃবৃন্দরা।
১২ নভেম্বর ৮০জন নেতাকর্মী নিয়ে কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সভাপতি ইফিতেখার উদ্দিন পুতু ও সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকোর নেতৃত্বে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত শেষে দোয়া মোনাজাত পরবর্তী সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং স্বপ্নের পদ্মা সেতুও পরিদর্শন করা হয়েছে।
এসময় উপজেলা যুবলীগ নেতৃবৃন্দরা, ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যন্য নেতাকর্মীরা অংশ নিয়েছেন। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনামুখর পরিবেশে এ যাত্রা সম্পন্ন হয়েছে। নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে ঢাকার রাজপথ। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করার প্রতিশ্রুতি জানান সকলে।
উল্লেখ্য, এরই পূর্বে ঈদগাঁও ইউনিয়ন আ,লীগের উদ্যোগে অসংখ্য নেতাকর্মীদের বহর নিয়ে সেই টুঙ্গিপাড়ায় গিয়েছিল।
You must be logged in to post a comment.