টেকনাফে আল আরফা ইসলামী ব্যাংক লিঃ এর বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়েছে। ১১ আগষ্ট মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে টেকনাফ পাইলট উচচ বিদ্যালয় প্রাঙ্গনে আল আরফা ইসলামী ব্যাংক লিঃ টেকনাফ শাখার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী-১৫ পালন করা হয়। ওই সময় টেকনাফ পাইলট উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূর হোছাইনের সভাপতিত্বে এক সভা অনুষ্টিত হয়। এতে আল আরফা ইসলামী ব্যাংক লিঃ টেকনাফ শাখার সিনিয়র ফিন্সিপল কর্মকর্তা ওবাইদুল হাকিম আরমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টেকনাফ পৌরসভার মেয়র হাজী মোহাং ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল আরফা ইসলামী ব্যাংক লিঃ বিভাগীয় কর্মকর্তা মজিবুল কাদের, উদ্বোধনী বক্তব্য রাখেন আল আরফা ইসলামী ব্যাংক লিঃ টেকনাফ শাখার ব্যবস্থাপক বেলাল উদ্দীন, টেকনাফ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আলম বাহাদুর, টেকনাফ সদর ইউপি সদস্য হামজালাল প্রমুখ।
সভা শেষে টেকনাফ পৌরসভার মেয়র হাজী মোহাং ইসলামের নেতৃত্বে অতিথিরা টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে দুইটি আকাশ মনি গাছের চারা রোপন করেন।
এছাড়া টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়, এজাহার বালিকা উচচ বিদ্যালয়, আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩০০ গাছের চারা বিতরণ করা হয়।
You must log in to post a comment.