সীমান্ত উপজেলা টেকনাফে ১ হাজার পিস ইয়াবা ও সিএনজিসহ শামসুল আলম (২৫) নামক এক যুবককে আটক করা হয়েছে পুলিশ । সে হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকার বাদশা মিয়ার ছেলে বলে জানায়। এতে ইয়াবা পাচারে ব্যবহারিত সিএনজি (কক্সবাজার ১১-৩৯২৯) উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ীর ইনর্চাজ উপ-পরিদর্শক (এসআই) শামীউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ীর সম্মুখে কক্সবাজারগামী একটি সিএনজি তলাশি চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। উদ্ধার কর্মকর্তা হোয়াইক্যং পুলিশ ফাঁড়ীর এস আই শামীউর রহমান জানান, উদ্ধার ইয়াবাসহ আটক যুবক ও সিএনজির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন।
You must be logged in to post a comment.