অজিত কুমার দাশ হিমু, কক্সভিউ:
কক্সবাজারের টেকনাফে ১ হাজার ৫০পিচ ইয়াবাসহ মিয়ানমারের দু’ নাগরিককে আটক করেছে বিজিবি। ১৬ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টার দিকে নয়াপাড়া সড়ক থেকে ইয়াবাসহ ওই ২ জনকে আটক করে নয়াপাড়া বিওপি সদস্যরা। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা।
আটককৃতরা হচ্ছে, মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার নাকপুরা এলাকার মোহাম্মদ হাসানের ছেলে মোহাম্মদ ইলিয়াছ (২২) ও মংডু নয়াপাড়া এলাকার মৃত আবু ছৈয়দের ছেলে ছৈয়দ নুর (২২)।
টেকনাফস্থ বিজিবি ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবদুল হান্নান খাঁন জানিয়েছেন, বিজিবি সদস্যরা নয়াপাড়া সড়কে টহল দেয়ার সময় সন্দেহ হলে ২ তরুণের শরীর তলাশী চালিয়ে ১ হাজার ৫০পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করে। ইয়াবা সহ আটককৃতদের বিরুদ্ধে টেকনাফ থানায় অবৈধ অনুপ্রবেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দুটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
You must be logged in to post a comment.