সীমান্ত উপজেলা টেকনাফে ইয়াবার চালান খালাসের সময় ইয়াবাসহ ৩ পাচারকারী শিশু-কিশোরকে আটক করেছে বিজিবি। আটককৃত থানায় সোর্পদ করা হয়েছে। জানা যায়, ১ আগস্ট দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ৪২ বিজিবি ব্যাটেলিয়নের নাজিরপাড়া বিওপি চেকপোস্টের হাবিলদার আব্দুল মজিদের নেতৃত্বে বিজিবি জওয়ানেরা পশ্চিম পার্শ্বে অভিযান চালিয়ে মিয়ানমার হতে অনুপ্রবেশকালে ধাওয়া করে নাজিরপাড়ার জাফর আলমের পুত্র মোঃ ফরিদ আলম (২০), মোঃ ইসহাকের পুত্র শরীফ আলম (১২) ও শীলবনিয়াপাড়ার আব্দুল মালেকের পুত্র মোঃ ইব্রাহীম (১৩)কে আটক করেন। তাদের দেহ তল্লাশী করে ফরিদ আলমের কোমরে বাঁধা একটি পুটলা উদ্ধার করে। তা গণনা করে ৩০ লক্ষ টাকা মূল্যমানের ১০ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবা ও ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
You must log in to post a comment.