কক্সবাজার জেলার সীমান্ত উপজেলা টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে শীর্ষ দুই মানব পাচারকারী ও ১০ হাজার ইয়াবসহ ৩ জনকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, মানব পাচার কাজে জড়িত সাবরাং কাটাবনিয়া এলাকার আব্দুর রহমানের দুই পুত্র একাধিক মামলার পলাতক আসামী কালাম ও জামালকে আটক করেছে।
অপরদিকে টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকার মৃত মোজাহের মিয়ার পুত্র চাঁন মিয়া (৩৫) কে ১০ হাজার ইয়াবাসহ আটক করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান খোন্দকার জানান, আটককৃতদের বিরুদ্ধে মানবপাচারসহ একাধিক মামলা রয়েছে। উক্ত আসামীদের বিরুদ্ধে মানবপাচার ও ইয়াবা পাচারসহ একাধিক মামলা রয়েছে।
আটক মানবপাচারকারী ও ইয়াবাসহ আটক ৩ আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে কক্সবাজার আদালতে প্রেরন করা হবে ।
You must log in to post a comment.