কক্সবাজার জেলার সীমান্ত উপজলো টেকনাফে দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে বিজিবি। ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবুজার আল জাহিদ জানান, শুক্রবার রাতে ৪২ বিজিবি ব্যাটলিয়ানের নায়েব সুবেদার শেখ ইব্রাহিম এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল নিজস্ব গোপন সংবাদে হ্নীলা জাদিমোড়া নেচারপার্কে গোলঘরের পার্শ্বে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরী একটি এলজি ও ৩টি কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও কার্তুজ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।
You must be logged in to post a comment.