কক্সবাজারের টেকনাফে সাড়ে ৭ কেজি গাজাঁসহ মোঃ ফয়সেল (২২) নামক এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সে টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া এলাকার মোঃ আব্দুলাহর ছেলে বলে জানায়।
৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ান অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আবু জার আল জাহিদ জানায়, ১৬ আগস্ট রবিবার দুপুরে হোয়াইক্যং বিওপি চৌকির নায়েক সরওয়ারের নেতৃত্বে জওয়ানরা চেকপোষ্টে টেকনাফগামী একটি গাড়ি তল্লাশী চালিয়ে সাড়ে ৭ কেজি গাজাঁসহ তাকে আটক করা হয়। উদ্ধার গাজাঁসহ আটক যুবককে থানায় সোর্পদ করে মাদক আইনে মামলা করা হচ্ছে বলে জানিয়েছেন।
You must be logged in to post a comment.