কক্সবাজার জেলার টেকনাফে উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সভা ১০ আগস্ট সোমবার সকাল ১১ টায় টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্টিত হয়। উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান টেকনাফ উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি তাহেরা আক্তার মিলির সভাপতিত্বে ফোরামের নব নির্বাচিত সাধারণ সম্পাদক হ্নীলা ইউনিয়নের সংরক্ষিত আসনের সদস্যা রাশেদা বেগমের সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ আলমগীর কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মত্স অফিসার সৈয়দ হুমায়ুন মোর্শেদ, এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলী চৌধুরী, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মোঃ আনিসুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আইন সহায়তা কেন্দ্রের সিনিয়র লিগ্যাল অফিসার এডভোকেট রেবেকা সুলতানা, সহকারী লিগ্যাল অফিসার তারিকুল ইসলাম তারেক, টেকনাফ সদর ইউপি মেম্বার রানু আক্তার, নারী নেত্রী কুলছুমা আক্তার। সভায় নারী উন্নয়ন ফোরামের বিভিন্ন বিষয় বিশেষতঃ নারী-শিশু নির্যাতন, পাচার, বাল্য বিবাহ বন্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা এবং সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে টেকনাফ পৌরসভার মহিলা কাউন্সিলরগণ, ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বারগণ, নারী উন্নয়ন ফোরামের সদস্যাগণ, শিক্ষিকাসহ ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। সভা শেষে নারীদের কর্মসংস্থান ও স্বাবলম্বী করে তুলতে উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলির ব্যক্তিগত পক্ষ থেকে ৫ জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।a
You must log in to post a comment.