গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ:
কক্সবাজার জেলার সীমান্ত উপজেলা টেকনাফে বিজিবি জওয়ানরা অভিযান চালিয়ে ৩০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা টেবলেট উদ্ধার করেছে। তবে এই অভিযানে কেউ আটক হয়নি। টেকনাফ ৪২ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক অতিরিক্ত পরিচালক মোঃ আব্দুল হান্নান খান জানান- ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ হ্নীলা বিওপি‘তে কর্মরত নং-৪৫৮৩৯ নায়েক মোঃ তমিজ উদ্দিন এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ২৭ সেপ্টেম্বর বিকালে হ্নীলা বিওপি‘র দক্ষিণপাশে ফুলের ডেইল এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ লক্ষ টাকা মূল্যমানের ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
উল্লেখ্য যে, টহল দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ফুলের ডেইল এলাকায় কয়েকজন ইয়াবা পাচারকারী ইয়াবা কেনা বেচার জন্য একত্রিত হয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে টহল দল বর্ণিত স্থানে গমন করলে টহল দলের উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা একটি পোটলা ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে পোটলাটি খুলে গণনা করে ৩০ লক্ষ টাকা মূল্যমানের ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে”।
You must log in to post a comment.