গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ :
কক্সবাজার জেলার টেকনাফে এক মানবপাচারকারীকে আটক করেছে পুলিশ। সে টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকার মৃত জাফর আলীর ছেলে সফর মিয়া (৪৫) বলে জানা যায়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান খন্দকার জানান, ৫ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টার দিকে হোয়াইক্যং পুলিশ ফাড়ির আইসি উপ-পরিদর্শক (এসআই) মোঃ সামিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদে কানজরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে অবৈধভাবে সমুদ্র পথে মালয়েশিয়া মানব পাচারে জড়িত ছিল।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত সফর মিয়া মানবপাচার মামলার চার্জশীটভুক্ত আসামী। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশ তাকে আটক করতে সক্ষম হয় বলে জানিয়েছেন ওসি।
You must be logged in to post a comment.