সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / টেকনাফে মিয়ানমার নাগরিকসহ ২ রাখাইন গ্রেফতার

টেকনাফে মিয়ানমার নাগরিকসহ ২ রাখাইন গ্রেফতার

Handcuff - 12 (d)গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ:

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার নাগরিকসহ দুই রাখাইনকে গ্রেফতার করেছে বিজিবি। ৪২ বর্ডার র্গাড ব্যাটলিয়ান অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবু জার আল জাহিদ জানান, ২৮ আগষ্ট শুক্রবার সকাল ৮ টার দিকে হ্নীলা বিওপি চৌকির নায়েক মোঃ তমিজ উদ্দীনের নেতৃত্বে বিজিবি সদস্যরা হ্নীলা মৌলভী বাজার নাফনদী সীমান্তের ২নং স্লুইচ গেইট এলাকায় টহলের সময় দুইজন লোক সীমান্তে ঘুুরাফেরা করলে বিজিবির অবস্থান টের পেয়ে দৌড়ে পালিয়ে গেলে বিজিবি ধাওয়া করে মিয়ানমার নাগরিকসহ দুই রাখাইনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, মিয়ানমার আকিয়াব চিবাংগীমেটা, কুইদশা, সাঙ্গনাপলি এলাকার থোয়াই সিং মার্মার ছেলে জ জুই মার্মা (৩৫) ও বান্দরবন আলীকদম নয়াপাড়া এলাকার মৃত চাদু মার্মার ছেলে অং থুই মার্মা (৩২)।

এ সময় তাদের কাছ থেকে নগদ ৩৪ হাজার ৬শ টাকা, একটি মোবাইল সেটসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধার টাকা ও মালামালসহ আটক দুইজনকে থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট পৃথক আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/