Home / প্রচ্ছদ / টেকনাফে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নিহত : আহত চালক

টেকনাফে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নিহত : আহত চালক

Teknaf pic(acci)_18.08.15নিজস্ব প্রতিনিধি, টেকনাফ :

কক্সবাজারের টেকনাফে মোটর সাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত ও মোটর সাইকেল চালক গুরুতর আহত হয়েছে। নিহত ব্যক্তি হচ্ছে হ্নীলা সিকদার পাড়া এলাকার মৃত গোলাম হোসেনের ছেলে রহমত করিম (৫০)।

মঙ্গলবার দুপর ২টার দিকে টেকনাফ-কক্সবাজার সড়কের লেদা এলাকায় দুর্ঘটনার পর হাসপাতালে আনা হলে সেখানেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটর সাইকেল চালক হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার নুরুল আলমের ছেলে মো: আব্দুল্লাহ গুরুতর আহত হয়েছে। এসময় স্থানীয় লোকজন মোটর সাইকেলটি জব্দ করেছে। খবর পেয়ে টেকনাফ থানার এসআই গোলাম কিবরিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাহিন্দ গাড়ীর যাত্রী নিহত ব্যক্তি লেদা এলাকায় গাড়ী হতে নেমে সড়ক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এ সময় স্থানীয় লোকজন গুরুতর আহত পথচারী ও চালককে টেকনাফ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর দুইজনকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হলে পথচারী রহমত করিম হাসপাতালেই মৃতুবরণ করেন।

Share

Leave a Reply

x

Check Also

জালালাবাদ ও রশিদনগরে কোরআন শরীফ বিতরণ ঈদগাঁও ঐক্য পরিবারের

এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারে ...

%d bloggers like this: