গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ :
কক্সবাজার জেলার সীমান্ত উপজেলা টেকনাফের হোয়াইক্যং বিজিবি চেকপোষ্টে ঢাকাগামী লবণ বোঝাই ট্রাক থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ সময় ট্রাক (নং- ঢাকা মেট্রো ট ১৮-৭৭৩৬) আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল আবুজার আল জাহিদ।
তিনি জানান, সোমবার (২৪ আগস্ট) রাত ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং চেকপোষ্টে সুবেদার মোঃ জাকরিয়ার নেতৃত্বে বিজিবির সদ্যসরা গোপন সংবাদের খবর পেয়ে টেকনাফ থেকে আসা লবণ বোঝাই ট্রাকে (নং- ঢাকা মেট্রো ট ১৮-৭৭৩৬) তল্লাশী চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এসময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।
You must be logged in to post a comment.