নিজস্ব প্রতিনিধি, টেকনাফ :
কক্সবাজার জেলার সীমান্ত উপজেলা টেকনাফে প্রথম শ্রেণীর এক ছাত্রীকে নির্দয়ভাবে পিটিয়েছেন প্রধান শিক্ষক। ঘটনাটি ঘটেছে ৪ অক্টোবর বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষে। এর প্রতিকার চেয়ে ছাত্রীর পিতা প্রতিবন্ধী আমির আহমদ টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, প্রতিদিনের মতো প্রথম ছাত্রী খালেদা বেগম স্কুলে যায়। স্কুলের প্রধান শিক্ষক মোজাম্মেল হক পাঠদানের জন্য ২য় ঘন্টায় প্রথম শ্রেণীতে যান। এসময় বাড়ীর পড়া না শেখাতে খালেদাকে উক্ত শিক্ষক বেত দিয়ে পিঠে এবং হাতে নির্দয়ভাবে মারতে থাকেন। এক পর্যায়ে ছাত্রী বেহুঁশ হয়ে পড়লে অন্যান্য শিক্ষকরা তাকে উদ্ধার করে মাথায় পানি দিয়ে সুস্থ করে তুলেন।
খবর পেয়ে ছাত্রীর পিতা এসে মেয়েকে বাড়ীতে নিয়ে যায়। পরে উক্ত শিক্ষকের বিরুদ্ধে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
You must be logged in to post a comment.