সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / টেকনাফে ১০ লক্ষ কিয়াত মুক্তিপণে ফিরেছে নিখোঁজ মহিষের পাল

টেকনাফে ১০ লক্ষ কিয়াত মুক্তিপণে ফিরেছে নিখোঁজ মহিষের পাল

Teknaf 2.8 (2)নিজস্ব প্রতিনিধি, টেকনাফ :

কক্সবাজার জেলার সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলায় নাফনদীর চর হতে নিখোঁজ হয়ে যাওয়া মহিষের পাল পক্ষকাল পর ৪০ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে মালিক ফিরে পেয়েছেন। জানা যায়, ২ আগস্ট সকালে নিখোঁজ থাকা মহিষের পালটি নাফনদী সাতরিয়ে বাংলাদেশ জল সীমানায় পৌঁছলে মালিক পক্ষ তাদের গ্রহণ করে বাড়িতে নিয়ে যায়। দীর্ঘদিন পর পালিত পশু ফিরে পাওয়ায় আনন্দে আত্মহারা বিধবা নুর জাহান পরিবার। ১৮ জুলাই ঈদের দিন সকালে টেকনাফের হ্নীলা মধ্যম আলীখালীর মৃত আমিন শরীফের স্ত্রী নুর জাহানের মালিকানাধীন ৭টি মহিষের একটি পাল চরানোর জন্য নাফনদীর রঙ্গিখালী একোয়া কালচার সংলগ্ন চরে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল। সম্ভাব্য জায়গায় খোঁজাখুঁজির পর না পেয়ে মহিষের মালিক হতাশ হয়ে পড়েন। অবশেষে মিয়ানমারের ক্যাংব্রাং এলাকার প্রু মা ছিং রাখাইনের বাড়িতে মহিষের পালের সন্ধান পাওয়া যায়। তারা মহিষের পাল ফেরত দেওয়ার জন্য মিয়ানমারের ১০ লক্ষ কিয়াত মুক্তিপণ দাবী করে বসে। দর কষাকষি, দূর্যোগ পরিস্থিতি ও আর্থিক সংকটের কারণে তা ফেরত আনতে বিলম্ব ঘটে। অবশেষে দাবীকৃত ১০ লক্ষ কিয়াতের সমপরিমাণ মুদ্রা বাংলাদেশী টাকা হতে ৪০ হাজার টাকা পরিশোধ করায় নিখোঁজ মহিষের পালকে বাংলাদেশ সীমান্তে ঠেলে দেয়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/