গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ
টেকনাফে ৪০ হাজার ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবি। জব্দ ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা বলে জানায়। ৪ সেপ্টেম্বর ভোরে ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ আজহারুল আলমের নেতৃত্বে জওয়ানরা টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়া সংলগ্ন নতুন ট্রানজিট ঘাট এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার চালান আসার গোপন সংবাদে অভিযানে যায়।
এ সময় মিয়ানমার হতে আসা কয়েকজন লোক বিজিবির অবস্থান টের পেয়ে একটি প্যাকেট ফেলে কেওড়া বাগানের দিকে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি ইয়াবার প্যাকেট জব্দ করা হয়। জব্দ ইয়াবাগুলো ব্যাটলিয়ান সদরে নিয়ে গণনা করে ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
জব্দ ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা বলে জানায়। জব্দ ইয়াবাগুলো ব্যাটলিয়ান সদরে জমা রাখা হবে এবং পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তর, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়ার উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন, উদ্ধার কর্মকর্তা ক্যাপ্টেন মোঃ আজহারুল আলম।
You must be logged in to post a comment.