সীমান্ত উপজেলা টেকনাফে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সূত্রে জানান, ২ অক্টোবর ভোর রাতে বিজিবির ক্যাপ্টেন মোঃ আজহারুল আলম এর নেতৃত্বে জওয়ানরা টেকনাফ কানকার ডেইল পাকা রাস্তা এলাকায় জওয়ানরা অভিযান চালিয়ে মালিক বিহীন ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা পালিয়ে যায়।
উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা বলে জানায়। উদ্ধার ইয়াবা সমূহ বিজিবি ব্যাটালিয়ান সদর দপ্তরে জমা রাখা হয়েছে পরে উর্দ্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন।
You must log in to post a comment.