Home / প্রচ্ছদ / টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ এলজি উদ্ধার

টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ এলজি উদ্ধার

Yaba - 5গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ :

সীমান্ত উপজেলা টেকনাফের জাদীমুরা সীমান্ত থেকে ২০ হাজার পিস ইয়াবা, একটি এলজি ও দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে বিজিবি। ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্লেন মোঃ আবু জার আল জাহিদ জানান, গত শুক্রবার গভীর রাতে হ্নীলা ইউনিয়নের জাদীমুরা সীমান্ত এলাকা দিয়ে ইয়াবার চালান পাচারের গোপন সংবাদে টহলরত জওয়ানরা আড়ালে অবস্থান নেয়। এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি প্যাকেটে ফেলে পালিয়ে যায়। পরে পাচারকারীদের ফেলে যাওয়া প্যাকেট থেকে ইয়াবা, একটি এলজি ও দুই রাউন্ত গুলির খোসা উদ্ধার করা হয়। তবে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবি অধিনায়ক জানান, উদ্ধার ইয়াবা সমূহ ব্যাটলিয়ান সদরে জমা রাখা হবে এবং এলজি ও গুলির খোসা থানা পুলিশের কাছে সৌপর্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

জালালাবাদ ও রশিদনগরে কোরআন শরীফ বিতরণ ঈদগাঁও ঐক্য পরিবারের

এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারে ...

%d bloggers like this: