সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / টেকনাফে ৫জন নারীকে সেলাই মেশিন দিলেন মহিলা ভাইস চেয়ারম্যান

টেকনাফে ৫জন নারীকে সেলাই মেশিন দিলেন মহিলা ভাইস চেয়ারম্যান

Teknaf 10.8 (2)নিজস্ব প্রতিনিধি, টেকনাফ :

কক্সবাজার জেলার টেকনাফে ৫ জন নারীকে সেলাই মেশিন দেয়া হয়েছে। ১০ আগস্ট সোমবার সকাল ১১ টায় টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে নারী উন্নয়ন ফোরামের সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন হস্তান্তর করা হয়।

জানা যায়, নারীদের কর্মসংস্থান ও স্বাবলম্বী করে তুলতে উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলির ব্যক্তিগত পক্ষ থেকে ৫ জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। সেলাই মেশিন প্রাপ্তরা হচ্ছে- কচুবনিয়ার মাঃ ইউনুচের স্ত্রী রশিদা বেগম, হাজাম পাড়ার ইমাম হোসনের স্ত্রী খালেদা বেগম, কচুবনিয়ার নুরুল হকের মেয়ে ইসমত আরা, ছোট হাবির পাড়ার মীর কাশেমের মেয়ে কালা বানু ও ছোট হাবির পাড়ার নুরুল ইসলামের মেয়ে হাছিনা বেগম। এদের প্রত্যেককে ১টি করে সেলাই মেশিন প্রদাণ করা হয়েছে। উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান টেকনাফ উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি তাহেরা আক্তার মিলির সভাপতিত্বে ফোরামের নব নির্বাচিত সাধারণ সম্পাদক হ্নীলা ইউনিয়নের সংরক্ষিত আসনের সদস্যা রাশেদা বেগমের সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ আলমগীর কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মত্স অফিসার সৈয়দ হুমায়ুন মোর্শেদ, এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলী চৌধুরী, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মোঃ আনিসুর রহমান। এতে টেকনাফ পৌরসভার মহিলা কাউন্সিলরগণ, ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বারগণ, নারী উন্নয়ন ফোরামের সদস্যাগণ, শিক্ষিকা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/