Home / প্রচ্ছদ / টেকনাফ ডিগ্রী কলেজে বঙ্গবন্ধুর ৪০ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

টেকনাফ ডিগ্রী কলেজে বঙ্গবন্ধুর ৪০ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

Giasudddin - teknaf  news & pic 15-08-15নিজস্ব প্রতিনিধি, টেকনাফ :

কক্সবাজার জেলার টেকনাফ ডিগ্রী কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ আগষ্ট শনিবার দিবসের প্রথম প্রহরে জাতীয় পতাকা অর্ধনিমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৯ টায় টেকনাফ ডিগ্রী কলেজ ক্যাম্পাসে শোক দিবস উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক সন্তোষ কুমার শীলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কলেজের স্নাতক শ্রেণীর ছাত্র সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শেখ জয়নাল আবেদীন। এতে বক্তব্য রাখেন, কলেজ অধ্যাপক রুহুল আমিন ভূঁইয়া, অধ্যাপক কৃঞ্চ মিলন মজুমদার, অধ্যাপক জিয়াউল হক হান্নান, অধ্যাপক আবু তাহের, ক্রিড়া বিভাগের শিক্ষক জিয়াউর রহমান, শিক্ষার্থীদের মধ্যে মোঃ ইব্রাহীম বাবুল, মোঃ শাহীন, শাকিল খান, নুরুল আলম, জিয়াউর রহমান, শ্রুতি ধর, দিলারা বেগম প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, অধ্যাপক মোজাম্মেল হক, অধ্যাপক শফিকুল ইসলাম, অধ্যাপক আবদুর রাজ্জাক, প্রদর্শক কৃঞ্চ প্রসাদ ঘোষ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক আবু তাহের।

সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে স্মৃতিচারণ করে শোকাবহ কবিতা ও গান পরিবেশন করা হয়। পরে অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও তার পরিবারের বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইসলামী শিক্ষা বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম।

Share

Leave a Reply

x

Check Also

জালালাবাদ ও রশিদনগরে কোরআন শরীফ বিতরণ ঈদগাঁও ঐক্য পরিবারের

এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারে ...

%d bloggers like this: