গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ :
টেকনাফ নয়াপাড়া বাজার উন্নয়ন ব্যবসায়ী কল্যাণ বহুমূখী সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে সভাপিত পদে মোঃ শরীফ, সাধারন সম্পাদক পদে মোঃ সাদেক নির্বাচিত হয়েছে। ৯ আগষ্ট রবিবার সকাল ১০ টার থেকে ব্যাপক উত্সাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুষ্ট সুন্দর পরিবেশে সাবরাং নয়াপাড়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৩ টা পযন্ত ভোট গ্রহণ চলে। এতে মোট ভোটার ২২৫ জনের মধে ১৮৭ জন ভোট প্রদান করেন।
এ নির্বাচন পরিচালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শাসসুল আলম কুতুরী, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সহকারী পরিদর্শক মনোয়ার হোসেন, কবির আহাম্মদ। এ নির্বাচন সার্বিক মনিটরিং করেন উপজেলা আওয়ামীলীগ নেতা আবুল কালাম, স্থানীয় ইউপি সদস্য নূর মোহাম্মদ ও কবির আহাম্মদ। ভোট গননা শেষে বিকালে উপজেলা সমবায় কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শাসসুল আলম কুতুরী ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে সভাপতি পদে মোহাম্মদ শরীফ (আনারস)১১৫ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রাথী মোঃ তৈয়ুব (চেয়ার) ৬৯ ভোট পায়, সহ-সভাপতি পদে মৌঃ আব্দুল জলিল (কলসী)১০৮ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রার্থী সব্বির আহাম্মদ (মাছ)৭২ ভোট পায়, সাধারন সম্পাদক পদে মোঃ সাদেক (মোরগ) ১১০ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রার্থী মোঃ ওসমান গনি (হরিণ) ৭৪ ভোট পায়, সদস্য পদে মোঃ আব্দুলাহ (রিক্সা) ১৫৩ ভোট, রহিম উল্লাহ (ফুটবল) ১১৮ ভোট, মোঃ আমিন (আম) ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন, এছাড়া বশির আহাম্মদ (বাস গাড়ী) ৮১ ভোট পেয়েছেন।
Home / প্রচ্ছদ / টেকনাফ নয়াপাড়া বাজার উন্নয়ন ব্যবসায়ী কল্যাণ বহুমূখী সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন
You must log in to post a comment.