Home / প্রচ্ছদ / টেকনাফ হ্নীলায় জীপ-সিএনজি ও মোটর সাইকেলে সংঘর্ষ : আহত-৪

টেকনাফ হ্নীলায় জীপ-সিএনজি ও মোটর সাইকেলে সংঘর্ষ : আহত-৪

Teknaf (Bolo) 11-08-2015গিয়াস উদ্দীন ভুলু, টেকনাফ :

সীমন্ত উপজেলা টেকনাফের হ্নীলায় জীপ, সিএনজি ও মোটর সাইকেলের সংঘর্ষে ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ১১ আগষ্ট মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে টেকনাফগামী যাত্রী বোঝাই জীপ (ঢাকা-ক-৯৩০২), নাম্বার বিহীন সিএনজি (কক্সবাজার-থ-১১) ও মোটর সাইকেল (ঢাকা মেটো-হ-৫১-০৯২২) দ্রুত গতিতে আসার পথে হ্নীলা চৌধুরী পাড়া সংলগ্ন ইউছুপ নগর কমিউনিটি সেন্টার এলাকায় পৌঁছলে সামনে থাকা সিএনজি হঠাৎ ব্রেক করে। এ সময় পেছন থেকে জীপ ও মোটর সাইকেল পর্যায়ক্রমে সংঘর্ষ ঘটে। এ সময় গাড়িতে থাকা টেকনাফ পৌর এলাকার কুলাল পাড়ার মৃত ছালেহ মাষ্টারের ছেলে লালু মিয়া (৩৪), মোটর সাইকেল আরোহী হ্নীলা পূর্ব সিকদার পাড়ার মৌলভী আব্দুর রহমানের ছেলে মোঃ ইয়াকুব (১৫), মৃত মোহাম্মদ আলমের ছেলে হুমায়ূন (১৬) ও সুলিশ পাড়ার মোঃ ওসমান (১৬) গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হ্নীলা উপ-স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।

Share

Leave a Reply

x

Check Also

জালালাবাদ ও রশিদনগরে কোরআন শরীফ বিতরণ ঈদগাঁও ঐক্য পরিবারের

এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারে ...

%d bloggers like this: