সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ডিএনএ পরীক্ষার জন্য কবর থেকে লাশ উত্তোলন

ডিএনএ পরীক্ষার জন্য কবর থেকে লাশ উত্তোলন

ডিএনএ পরীক্ষার জন্য কবর থেকে লাশ উত্তোলন

নিজস্ব প্রতিনিধি, মহেশখালী:

কক্সবাজারের মহেশখালীতে সাগর থেকে পাওয়া ভাসমান একটি লাশের পরিচয় নিশ্চত করতে ডিএনএ পরীক্ষার জন্য কবর থেকে লাশ উত্তোলন করেছে। লাশটি কালারমারছড়া ইউনিয়নের মৌলভী সেলিমের কিনা তা নিশ্চত করার জন্য আদালতের আদেশে ৬ অক্টোবর দুপুরে মহেশখালী নির্বাহী ম্যাজিষ্ট্রেট নোমান হোসেনের উপস্থিতিতে লাশ উত্তোলন করে বিষেজ্ঞ পরীক্ষকের মাধ্যমে গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করা হয়।

অভিযোগ উঠেছে, উদ্ধারকৃত এই লাশ নিয়ে একটি পক্ষ তার প্রতিপক্ষকে ফাঁসাতে অপচেষ্টা চালাচ্ছে। ৩’মাস আগে হোয়ানকে চিংড়ি ঘের দখল নিয়ে ফেরদৌস বাহিনী ও আকতার হামিদ বাহিনী সংঘর্ষে ফেরদৌসের শালা কালারমারছড়ার ইউনিয়নের ঝাপুয়ার নূর আহমদের পুত্র মৌলভী সেলিম নিখোঁজ হয় বলে দাবী করেন ফেরদৌস। চলতি বছরের ৫ সেপ্টেম্বর সাগর থেকে উদ্ধারকৃত লাশটি মৌলভী সেলিমের বলে দাবী করছে ফেরদৌস। তবে আকতার হামিদ বাহিনীর লোকজনের দাবী, তারা আদৌ মৌলভী সেলিমকে অপহরণ বা গুম করেননি। আর লাশটির ডিএনএ পরীক্ষার করলেও এর সত্যতা বেরিয়ে আসবে বলে দাবী করেন তারা। এ ঘটনার প্রেক্ষিতে আদালতে নির্দেশে লাশটি উত্তোলন করা হয়।

মহেশখালী থানার ওসি তদন্ত লাশ উত্তোলন করে ডিএনএ টেষ্ট করার জন্য নমুনা নেওয়ার সত্যতা নিশ্চিত করেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/