Home / প্রচ্ছদ / ঢাকা ও চট্টগ্রামে চিকিৎসাধীন : ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় তিন মোটর সাইকেল আরোহী গুরুতর আহত

ঢাকা ও চট্টগ্রামে চিকিৎসাধীন : ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় তিন মোটর সাইকেল আরোহী গুরুতর আহত

Accident - 3 (a)এম আবু হেনা সাগর, ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে মোটর সাইকেল আরোহী তিন ছাত্র সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, গত শনিবার ঈদগাঁও ইউনিয়নের মেহেরঘোনা ফরেষ্ট অফিস সংলগ্ন স্থানে দুপুর দেড়টার দিকে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন (কেজি স্কুল) ছুটির পর কালিরছড়া এলাকার এক বন্ধুর বাড়ীতে নোট খাতা আনতে যাওয়ার পথে চকরিয়ামুখী দ্রুতগামী মাইক্রো বাসের সংঘর্ষে তিন মোটর সাইকেল আরোহী স্কুল ছাত্র গুরুতর আহত হয়। আহতরা হল ইসলামাবাদ ইউনিয়নের সিকদার পাড়ার মৃত গিয়াস উদ্দীনের পুত্র শাহরিয়াজ (১৫), জালালাবাদ পালাকাটার মাষ্টার সেলিমের পুত্র সিফাত (১৪) ও ঈদগাঁও বাসস্টেশন এলাকার নুরু সওদাগরের পুত্র নাজমুল হুদা বলে জানা যায়।

এ ব্যাপারে শাহরিয়াজের চাচা ইসলামাবাদ মাষ্টার বখতার আহমদ মডেল স্কুলের প্রধান শিক্ষক বোরহান উদ্দিন মাহমুদ তার ভাইপোসহ তিন ছাত্র সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।

এদিকে আহতদেরকে প্রথমে ডুলাহাজারা মালুমঘাট হাসপাতালে নিয়ে গেলেও পরবর্তীতে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে ও অপর দুইজনকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে বলে জানা যায়।

Share

Leave a Reply

x

Check Also

জালালাবাদ ও রশিদনগরে কোরআন শরীফ বিতরণ ঈদগাঁও ঐক্য পরিবারের

এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারে ...

%d bloggers like this: