মুকুল কান্তি দাশ, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের জমিদার পাড়ায় জমির বিরোধ নিয়ে মামা-ভাগিনার হাতাহাতি ও এক পক্ষকে জিম্মি করে অপর পক্ষ জমি দখলের চেষ্টা করেছে। এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শনিবার সকাল ৭টার দিকে সংঘটিত এ ঘটনায় মোজাম্মেল হকের স্ত্রী হালিমা বেগম বাদী হয়ে ৭জনকে অভিযুক্ত করে চকরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ দায়েরকারী হালিমা বেগম দাবী করেন, পূর্ব বিরোধ নিয়ে জমির দখলের উদ্দ্যেশে শফিউল আলমের নেতৃত্বে ৭-৮ ব্যক্তি অতর্কিত হামলা চালায়। পরিবারের ৫সদস্যকে দোকানের ভিতর জিম্মি করে জমি দখলের চেষ্টা করে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। ওই অভিযোগে শফিউল আলম ছাড়াও বিবাদী দেখানো হয়েছে আলাউদ্দিন, ফিরোজ আহমদ, বাদশা, হাসান, আবদুল কুদ্দুস ও মুজিবুল হককে।
থানার এসআই দেবাশীষ সরকার অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। জমির বিরোধ ও টাকা লেনদেন নিয়ে মামা-ভাগিনার মধ্যে হাতাহাতি হয়েছে। জিম্মি করার অভিযোগ অতিরঞ্জিত।
You must be logged in to post a comment.